নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ভোলাহাটে র‌্যালি আলোচনা

55

চাঁপাইনবাবগঞ্জে “নারীর জন্য বিনিযোগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেন্ডারভিত্তিক সহিংসতাবিরোধী প্রচারণা পক্ষ পালিত হচ্ছে। ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রচারণা পক্ষ আজ রবিবার পর্যন্ত পালিত হবে। এ উপলক্ষে শনিবার সকালে জেলার ভোলাহাটে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি ও উইনরক ইন্টারন্যাশনালের আর্থিক সহায়তায় এবং ইউএসএআইডি’স ফাইট স্লেভারি অ্যান্ড ট্রাফিকিং-ইন-পারসনস (এফএসটিআইপি) প্রকল্পের আওতায় দিবসটির আয়োজন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। র‌্যালি ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী, বীর মুক্তিযোদ্ধা তৈমুর হক, এফএসটিআইপি প্রকল্পের প্রজেক্ট অফিসার শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা।