নাচোলে সাব-ডিলারকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড

112

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অনুমোদিত স্থানের বাইরে ২ মেট্রিক টন ইউরিয়া ও ডিএফপি সার মজুদ রাখায় রাসায়নিক সার (সাব-ডিলার) মেসার্স তৈমুর এন্ড ব্রাদার্সকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৮ মার্চ রাত সাড়ে ৯ টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ এ দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, গত ২৮ মার্চ সোমবার রাত সাড়ে ৯ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাচোল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট শরিফ আহমেদ একটি টিম নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় নাচোল পৌর এলাকার মাঠপাড়ার মৃত ইয়াসিন আলীর ছেলে তরিকুল ইসলাম (মেসার্স তৈমুর এন্ড ব্রাদার্স) নাচোল পোস্ট অফিস মোড়ে অবস্থিত বিএডিসি সার ডিলার তরিকুল ইসলাম এর দোকানে অভিযান চালানো হয়। সেখানে অনুমোদিত স্থানের বাইরে সার মজুত রাখায় ৬০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন এবং ৩০ মার্চ বুধবার এর মধ্যে অনুমোদিত স্থানে সার রাখার নির্দেশনা দেন।