নাচোলে র‌্যাবের অভিযান, ১২৩০ লিটার চোলাই মদসহ ৪ জন গ্রেপ্তার

73

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের কার্তিকপুর গ্রামে চোলাই মদ তৈরি, সংরক্ষণ ও বিক্রির অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার আমারক গ্রামের শ্রী সগেন রায়ের ছেলে সুবল রায় (৩৯) ও মৃত ইমরান আলীর ছেলে মো. মতিউর রহমান (৪০) এবং কার্তিকপুর গ্রামের মৃত ভরত মাড্ডির ছেলে দয়াল মাড্ডি ওরফে মারান্ডি (৩৭) ও কার্তিকপুর বাসুগ্রামের মৃত মোহন লালের ছেলে রুপচান রায় (৫৩)। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২৩০ লিটার চোলাই মদ এবং চোলাই মদ প্রস্তুতকরণের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। এ ব্যাপারে নাচোল থানায় মামলা রুজু করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব এই তথ্য জানিয়েছে। র‌্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল বৃহস্পতিবার বিকেলে এই অভিযান পরিচালনা করে।