নাচোলে মুজিব বর্ষ উপলক্ষে বিএমডিএর বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ

82

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুজিব শতবর্ষ উপলক্ষে বরেন্দ্র বহুমুখী উন্নযন কর্তৃপক্ষ (বিএমডিএ) বিনামূল্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, রাস্তার দুই ধারে ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণের জন্য ইতোমধ্যে বিতরণের কাজ সম্পন্ন করেছে।
সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক নাচোলে এক সরকারি সফরে এসে বিএমডিএ কর্তৃক নাচোল সরকারি কলেজে একটি কাজু বাদামের চারা রোপন এর মধ্য দিয়ে বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।
বিএমডিএ, নাচোল জোনের সহকারী প্রকৌশলী শাহ্ মোহাম্মদ মনজুরুল ইসলাম জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে নাচোল খরা প্রবণ এলাকা হওয়ায় পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বিভিন্ন রাস্তার ও খাড়ির দুধারে বৃক্ষের ১০ হাজার চারা রোপণ করা হয়েছে। এছাড়া বিলুপ্তপ্রায় প্রজাতির গাছ কাজু বাদামের চারা সংগ্রহ করে প্রায় ৩শ টি চারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং অফিস চত্বরে সরবরাহ করা হয়েছে এতে করে বিলুপ্ত প্রজাতির গাছ সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ হবে।
উল্লেখ্য, বিএমডিএর সহকারী প্রকৌশলী শাহ্ মোহাম্মদ মনজুরুল ইসলাম নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানের হাতে কাজুবাদামের চারা তুলে দেন।