নাচোলে ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

167

নাচোলে দিনব্যাপী ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ নাচোল খুরশেদ মোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় চত্বরে আয়োজিত “ফ্রী চিকিৎসাক্যাম্প” এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুসহ অন্যরা। আয়োজিত দিনব্যাপী ফ্রী চিকিৎসাক্যাম্পে আগত স্থানীয় সহ¯্রাধিক চিকিৎসাসেবা প্রার্থীকে স্ত্রী রোগ, মেডিসিন ও দন্ত রোগ বিষয়ে চিকিৎসাপত্র এবং প্রত্যেক দন্তরোগীকে ১টি করে বিনামূল্যে টুথপেস্ট প্রদান করা হয়। এসব রোগীকে চিকিৎসা প্রদান করেন ঢাকা গাজিপুর নবীনগরের হাবিব হসপিটালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ সাবিহা সুলতানা (বেবী) ও দন্ত চিকিৎক ডাঃ হাসান ইমাম এবং নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ ইমতিয়াজ তারিক ও দন্ত চিকিৎসক ডাঃ এম.এ আলম। ফ্রী চিকিৎসাক্যাম্প পরিচালনায় সহযোগীতা করেন নাচোল সাংবাদিক এ্যাসোসিয়েশন, মানবিক উন্নয়ন সোসাইটি এবং এসিআই, স্কয়ার ও ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড।