নাচোলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজয়ীদের ক্রেস্ট প্রদান

569

নাচোলে ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলায় বিজয়ীদেরকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৬জন শিক্ষার্থীর মাঝে এ ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ইউএনও মুহাম্মদ নাজমুল হক, নাচোল সরকারি কলেজের অফিসার ইনর্চাজ অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, মাধ্যমিক সহকারি শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান। উল্লেখ্য, এ বছর ২৪ জানুয়ারী থেকে সপ্তাহব্যাপী আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালিত ২০টি স্টলে ১’শ ৮৭জন শির্ক্ষাথী অলিমপিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং মেলায় তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শিত হয়। এতে মাধ্যমিক পর্যায়ে নাচোল পাইলট উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী অনিক কায়সার ১ম ও মাহাদী হাসান ৩য় এবং এশিয়ান স্কুল এন্ড কলেজের মাহফুজ্জামন ২য় স্থান অর্জন করেন। কলেজ পর্যায়ে নাচোল সরকারি কলেজের একাদশ শ্রেণীর শামীম রেজা ১ম, তানভীর আহম্মেদ ২য় ও জসীম উদ্দিন ৩য় স্থান অর্জন করেন। অপর দিকে প্রতিষ্ঠানিকভাবে মাধ্যমিক পর্যায়ে উপজেলা স্কুল ১ম, নাচোল পাইলট উচ্চবিদ্যালয় ২য় ও খুরশেদ মোল্লা বালিকা উচ্চবিদ্যালয় ৩য় স্থান এবং কলেজ পর্যায়ে বেগম মহসিন ফাজিল মাদরাসা ১ম, নাচোল সরকারি কলেজ ২য় ও নাচোল মহিলা কলেজ ৩য় স্থানে নির্বচিত হয়।