নাচোলে গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ বোতল ফেন্সিডিলসহ ৬ ব্যক্তি গ্রেপ্তার

192

নাচোল উপজেলার একটি গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৫০ বোতল ফেন্সিডিল পিকআপ ট্রাক আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ। চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ বাবুল উদ্দিন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নাচোল উপজেলার কেন্দুয়া-নিজামপুর সড়কের পাশে জগদইল গ্রামে মিনি ট্রাকে ফেন্সিডিল পাচারের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছে। পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম বিপিএম-পিপিএম এর নির্দেশনায় এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম, এসআই মশিউর রহমান, শিশির চক্রবর্তী, বিকাশ কুমার, শাহ মোহাম্মদ খাদেমুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ৬৫০ বোতল ফেন্সিডিল, মিনি ট্রাকসহ ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করে গোয়েন্দা কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। বাবুল উদ্দিন সরদার আরো জানান, গ্রেপ্তারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগোলা এলাকার মনিরুলের ছেলে আহাদ আলী, বারঘরিয়া ইউনিয়নের বাদশার ছেলে নাসিরুল, বালিয়াডাঙ্গা ইউনিয়নের মৃত আলাউদ্দিনের ছেলে সাহাবুল, শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের বজলুলের ছেলে বাবুল, গোদাগাড়ী উপজেলার বিদিরপুর গ্রামের বাইদুরের ছেলে সইবুর রহমান এবং নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার পঞ্চবরগাঁ গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে খাদেম। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক বহনে ব্যবহৃত মিনি পিকআপ ট্রাকটিও আটক করা হয়েছে।