নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের বিভিন্ন উপকরণ বিতরণ

237

নাচোলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী কতৃক গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসুচির আওতায় ২০১৮-১৯ অর্থ বছরের নাচোল উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী, কম্পিউটার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে স্কাউটস পোশাক বিতরণ করা হয়েছে। নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বিকেল সাড়ে ৩টার দিকে পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এজেডএম নুরুল হক এ সব শিক্ষা উপকরণ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, নাচোল পৌর মেয়র আব্দুর রশিসহ অন্যান্যরা। ৬শ’ ৭৬জন শিক্ষার্থীর মাঝে ৬লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং ৩শ’ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়াও আদিবাসি একাডেমির জন্য ১টি কম্পিউটার সেটসহ সাংস্কৃতিক উপকরণ এবং ইলামিত্র একাডেমির জন্য ১৭হাজার টাকার বই প্রদান করা হয়। অপর দিকে ভিক্ষুক পুর্নবাসনের লক্ষ্যে নাচোল পৌরসভার ২জন ভিক্ষুককে ১টি করে ২টি ব্যাটারি চালিত ভ্যান দেওয়া হয়েছে।