নাচোলে ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের গুণগতমান উন্নয়নে প্রশিক্ষণ

67

চাঁপাইনবাবগঞ্জে প্রমোটিং এগ্রিকালচারাল কর্মাসিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজেস (পেস) প্রকল্পের আওতায় ক্ষুদ্র উদ্যোগে উৎপাদিত পণ্যের মান উন্নয়ন, ব্র্যান্ডিং এবং ই-কমার্সভিত্তিক বিপণন বিষয়ক উপ-প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নাচোলের নেজামপুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-২২ এ ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্যের গুণগত মান উন্নয়ন বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পেস প্রকল্পের ফোকাল পার্সন মু. তাকিউর রহমান, প্রকল্প ব্যবস্থাপক মেহেদী হাসান আসিফ, প্রকল্প কর্মকর্তা মোমেনা ফেরদৌস, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী উজ্জল হোসেনসহ অন্যরা।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রকল্প বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণে ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এই প্রকল্পের মাধ্যমে প্রয়াসের কর্মএলাকার ১ হাজার জন ক্ষুদ্র উদ্যোক্তাকে ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে।