বালুগ্রামে ৩০ নারী প্রশিক্ষণ নিচ্ছেন গাভী পালনের

66

চাঁপাইনবাবগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তর, সদর উপজেলা কার্যালয়ের আয়োজনে গাভী পালন বিষয়ে সাত দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার থেকে জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে ৩০ জন নারী প্রশিক্ষণ নিচ্ছেন।
প্রশিক্ষণ উপলক্ষে বুধবার বিকেলে বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদে মহিলা আসন ৩৩৮, চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। বিশেষ অতিথি ছিলেন- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মো. লিয়াকত আলী ও উপসচিব ফজলে এলাহী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত পরিচালক ড. মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাকদিরুল আলম আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান।
গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার লক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণার্থীদের প্রতিদিন যাতায়াত ভাতা হিসেবে ১০০ টাকা করে দেয়া হবে এবং পরবর্তীতে তারা গাভী পালনে ঋণসহায়তা পাবেন বলে জানান উপপরিচালক আব্দুল মান্নান।