নাচোলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

365

নাচোলে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এ লক্ষ্যে আজ সকাল ৬ টায় দৃশ্যমাণ ও উম্মুক্ত স্থানে দুর্নীতি বিরোধী বানী সম্বলিত ব্যানার স্থাপন, সাড়ে ৬ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি বিরোধী আলোচনা অনুষ্ঠিত হয়। সাড়ে ৯টায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং মিডিয়াকর্মীদের অংশগ্রহণে নাচোল উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে প্রতিপাদ্য “সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ” এর উপর মানববন্ধন পালিত হয়। এছাড়াও সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুল আওয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক (অবঃ) একরামুল হক, উপজেলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল খালেক, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিকুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও নাচোল ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শহিদুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা সাইফুল ইসলাম ও সামসুন্নাহার, সাংবাদিক একেএম জিলানী।