নবাবগঞ্জ সরকারি কলেজে মাঠে লাঠি খেলা

95

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে দেশব্যাপী আনন্দ উদ্যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেল ৩টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে হারিয়ে যাওয়া এই লাঠি খেলার আয়োজন করে জেলা প্রশাসন।
লাঠি খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. মন্জুরুল হাফিজ। এছাড়াও সেখানে উপস্থিত থেকে লাঠি খেলা উপভোগ করেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোখলেসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।
২৯ জনের দুটি দল লাঠি খেলা প্রদর্শন করে। খেলায় চুয়াডাঙ্গা জেলার দর্শনার মো. সেলিমের দল ও কুষ্টিয়ার মিরপুরের মিজানুর রহমানের লাঠিয়াল দল অংশগ্রহণ করে।
গ্রামবাংলার হারিয়ে যাওয়া খেলাটি দীর্ঘদিন পর দেখতে পেয়ে আনন্দিত হন উপস্থিত দর্শকরা।