নখ রংবেরঙের

63

একসময় নখে লাল ও গোলাপি রঙের নেইলপলিশের ব্যবহারই বেশি দেখা যেত। নখের সৌন্দর্যে নেইলপলিশের পাশাপাশি নানা নকশা করা হচ্ছে এখন। আবার কৃত্রিম নখ লাগিয়েও তাতে ব্যবহৃত হচ্ছে নানা রং। শোভন মেকওভারের রূপ বিশেষজ্ঞ শোভন সাহার সঙ্গে কথা বলে লিখেছেন মোনালিসা মেহরিন।

এখন তরুণীদের পোশাকের সঙ্গে মিলিয়ে হাত-পায়ের নখে নীল, সবুজ, হলুদ, বেগুনি, কালো ও কালো-সাদা রংও শোভা পায়। তবে নেইলপলিশ ব্যবহারে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। নিজের ত্বকের সঙ্গে মানানসই এমন রঙের নেইলপলিশ বেছে নিন। বিয়ে, পার্টি বা জমকালো যেকোনো অনুষ্ঠানে বাহারি নকশা ও রং বেছে নিতে পারেন। কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বেশি জমকালো রঙের নেইলপলিশ ব্যবহার না করাই ভালো। উজ্জ্বল ত্বকে সব ধরনের রং মানিয়ে যায়। এখন লাল, গোলাপি, কমলা, খয়েরি, বেগুনি, নীল, হলুদ, সবুজ, সাদা, কালো- প্রায় সব রকমের রঙের নেইলপলিশ পাওয়া যায়। তাই পোশাকের সঙ্গে মিল রেখে নখে একই রঙের নেইলপলিশ ব্যবহার করতে পারেন। জ্যামিতিক নকশা এবং কাগজের ছাপের ট্রেন্ড চলছে এখন।নখের নকশা অনেকটাই নির্ভর করে নখের আকৃতি ও হাত-পায়ের ধরনের ওপর। ডিম্বাকৃতি, চারকোনা আকৃতিতে ছোট করে কাটা নখের চল বেশি। আপনার লুকের সঙ্গে মিল রেখে নখ রাখুন। একেক আঙুলের নখের দৈর্ঘ্য একেকরকম রাখবেন না। যাঁদের নখে সমস্যা বা নখ ছোট, তাঁরা কৃত্রিম নখ লাগিয়ে তাতে পছন্দমতো নকশা ফুটিয়ে তুলতে পারেন।

নখ
আজকাল নেইলপলিশের সঙ্গে সঙ্গে নখে নানা ধরনের নকশা আঁকা ও বিভিন্ন গ্লিটারজাতীয় ছোট পাথর অথবা অন্যান্য স্টিকার লাগানোর প্রচলন শুরু হয়েছে। আজকাল নেইলপলিশের সঙ্গে সঙ্গে নখে নানা ধরনের নকশা আঁকা ও বিভিন্ন গ্লিটারজাতীয় ছোট পাথর অথবা অন্যান্য স্টিকার লাগানোর প্রচলন শুরু হয়েছে। নখে রঙিন নকশা করা বেশ সময়সাপেক্ষ ও ঝক্কির কাজ। পার্লারে গিয়ে দক্ষ কর্মীর সাহায্যে কম সময়ে আর সহজেই নখে নানা নকশা ফুটিয়ে তুলতে পারেন। নেইল পেইন্ট সম্পূর্ণভাবে শুকাতে এক ঘণ্টা সময় নিন। অনেক সময় ওপরে শুকনা মনে হলেও ভেতরে ভেজা থাকে। এ অবস্থায় নখ রাঙানোর পরবর্তী ধাপে যাবেন না। এতে নেইল পেইন্ট সহজে নষ্ট হতে পারে। নখে চকচকে বা ভালো ব্র্যান্ডের ম্যাট ফিনিশ টপকোট বেছে নিন। এতে নখের রং চিড় ধরবে না, নখ শক্তিশালী হবে। মসৃণ ও সমান ফিনিশের জন্য সঠিক বেজকোট দরকার। নখের ওপরে প্রথমে বেজকোট লাগানো হয়। এর ওপর নেইল পেইন্ট বসে। এ জন্য দীর্ঘস্থায়ী ও শক্ত গ্রিপযুক্ত বেজকোট বেছে নিন। শখের নেইল আর্ট দীর্ঘস্থায়ী করতে সাবধানতা মেনে চলা উচিত। রান্নাবান্না, কাটাকুটি, কাপড় ধোয়াসহ নানা কাজে নখের ওপর দিয়ে সারা দিন অনেক ঝক্কি যায়। তাই দুই দিন অন্তর স্বচ্ছ টপকোট লাগিয়ে নিন। ক্ষারযুক্ত সাবান, ক্লিনার ব্যবহার করার সময়, ঘষামাজা বা ভারী কিছু পরিষ্কার করার সময় গ্লাভস ব্যবহার করুন। নখে রং লেগে যাওয়া, বিবর্ণ হওয়া বা নখ ও কিউটিকল ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবেন। মূল নেইল পেইন্ট বা নেইল আর্ট অনেক দিন অক্ষুণ্ন থাকবে।

কয়েকটি টিপস
নতুন নেইলপলিশ ব্যবহারের আগে আগের নেইলপলিশ ভালো করে তুলে ফেলুন। সব সময় ভালো ব্র্যান্ডের নেইলপলিশ ব্যবহার করুন। নখে একটানা নেইলপলিশ ব্যবহার করবেন না। নখ ভালো রাখতে ক্যালসিয়ামজাতীয় খাবার এবং ভিটামিন-সি যুক্ত ফলমূল খান। পানিতে বেশিক্ষণ হাত বা পা ভিজিয়ে রাখবেন না। সপ্তাহে এক দিন নখ পরিষ্কার করুন। পার্লারে গিয়ে মেনিকিওর ও পেডিকিওর করতে পারেন।