দীর্ঘমেয়াদী বালির ভিসা দিচ্ছে ইন্দোনেশিয়া

107

১০ বছর মেয়াদি বালির ভিসা দিচ্ছে ইন্দোনেশিয়া

ভ্রমণ আগ্রহীদের অন্যতম গন্তব্য ইন্দোনেশিয়ার বালি। বালিতে ভ্রমণের পাশাপাশি যেসব পর্যটক ওখানে থাকতে আগ্রহী তাদের জন্য নতুন ভিসা সুবিধা নিয়ে আসছে দক্ষিণ এশিয়ার দেশটি। ইন্দোনেশিয়ার অভিবাসন মন্ত্রণালয় দেশটিতে বিদেশিদের সর্বোচ্চ ১০ বছর থাকার জন্য দীর্ঘমেয়াদী ভিসা চালু করেছে। গত বুধবার ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির ভারপ্রাপ্ত অভিবাসন মহাপরিচালক উইদোদো একাত জাহজানা বলেন, জি-২০ সম্মেলনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে সেকেন্ড হোম ভিসা চালু করছি। এর উদ্দেশ্য হচ্ছে পর্যটনসমৃদ্ধ বালি ও অন্যান্য এলাকায় আরও বিদেশিকে আকৃষ্ট করা। ইয়াহু ফাইন্যান্সের খবরে বলা হয়, নিজেদের ব্যাংক হিসাবে ১ লাখ ৩০ হাজার ডলার থাকলেই ১০ বছর মেয়াদি বালিতে থাকার ভিসা পাবেন বিদেশি পর্যটকরা।