অস্ট্রেলিয়া-ইংল্যান্ড হাইভোল্টেজ ম্যাচেও বৃষ্টিবাগড়া

90

বৃষ্টির কারণে বিশ্বকাপের ‘গ্রুপ-১’ -এর সুপার টুয়েলভের দুটি ম্যাচই আজ পরিত্যক্ত হয়েছে। দিনের প্রথম ম্যাচে আয়ারল্যান্ড ও আফগানিস্তান পয়েন্ট ভাগাভাগি করে। এরপর অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের হাইভোল্টেজ ম্যাচের উত্তেজনায়ও পানি ঢালে বৃষ্টি। শেষ পর্যন্ত একটি বলও মাঠে গড়ায়নি। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় দুপুর ২টায়। কিন্তু বৃষ্টির বাগড়ার কারণে বিকেল ৩টা ৪৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করার পরও ম্যাচ শুরু করা যায়নি। এরপর ম্যাচ অফিসিয়ালরা সিদ্ধান্ত নেন ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করার। এর ফলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ২ পয়েন্ট সমানভাবে ভাগ করে নেয়। এই ম্যাচে পয়েন্ট ভাগাভাগির ফলে নিউ জিল্যান্ড ২ ম্যাচ থেকে ৩ পয়েন্ট সংগ্রহ করে নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে ৩ ম্যাচ থেকে সমান ৩ পয়েন্ট করে নিয়ে ইংল্যান্ড দ্বিতীয়, আয়ারল্যান্ড তৃতীয় ও অস্ট্রেলিয়া চতুর্থ স্থানে আছে। শ্রীলঙ্কা ২ ম্যাচ থেকে ২ পয়েন্ট ও আফগানিস্তান ৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করে যথাক্রমে পয়েন্ট টেবিলের পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে। অস্ট্রেলিয়া তাদের শেষ দুই ম্যাচে যথাক্রমে আয়ারল্যান্ড ও আফগানিস্তানের মুখোমুখি হবে। আর ইংল্যান্ড তাদের শেষ দুই ম্যাচে লড়বে নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে।