তিনটি দিবস উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

130

ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। স্থানীয় কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে আজ সকালে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। আলোচনায় অংশগ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব। বিভিন্ন পরামর্শ প্রদান করেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, মনিম উদ দৌলা চৌধুরী, শিবগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল ইসলাম, চেম্বার পরিচালক শহিদুল ইসলাম। সঞ্চালনা করেন এবং গতবছরের বাস্তবায়িত এ সংক্রান্ত কর্মসূচি উপস্থাপন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান। বিশেষ করে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে শিক্ষা কর্মকর্তা, শিক্ষকসহ সকলের প্রতি আহ্বান জানানো হয়। সভায় সরকার কর্মকর্তাসহ বিভিন্ন পেশার বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।
এদিকে, শিবগঞ্জে ঐতিহাসিক ‘৭ই মার্চ দিবস’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক ও মাসিক উন্নয়নমূলক সমন্বয় সভা হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. সায়রা খান, কৃষি অফিসার শরিফুল ইসলাম, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলাম, চককীর্ত্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা, শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা, শ্যামপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, বিনোদপুর ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর রেজা, পাঁকা ইউপি চেয়ারম্যান আবদুল মালেক, ছত্রাজিতপুর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী ছবি, শিবগঞ্জ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ জোবদুল হক ও শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ্দৌলাসহ অন্যরা।