ঢাবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

29

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২০২৪ সেশনের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার সব ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৩টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ আবদুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল উপস্থিত থেকে ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করেন। কলা, আইন সামাজিক বিজ্ঞান ইউনিটে ১২০ নম্বরের মধ্যে ১০৫.২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন যশোরের এমএম কলেজের শিক্ষার্থী প্রিয়ন্তি মন্ডল। এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০.৫৭ শতাংশ। মোট পাস করেছেন ১০,২৭৫ জন। বাকি ১,০২,০০৩ শিক্ষার্থী ফেল করেছেন। ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন ১,১২,২৭৮ জন। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন ২৯৩৪টি।  তার মধ্যে মানবিক শাখা থেকে উত্তীর্ণদের জন্য এক হাজার ৭০৭টি, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের জন্য ৯৪৪টি, ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ২৮৩টি আসন বরাদ্দ রাখা হয়েছে। ব্যবসায় শিক্ষা ইউনিট থেকে ১২০ নম্বরের মধ্যে ১০৫.৫০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে চট্টগ্রাম কর্মাস কলেজের শিক্ষার্থী অথৈ ধর। এই ইউনিটে মোট পাসের হার ১৩.৩৩ শতাংশ। পরীক্ষায় ৩৭ হাজার ৬৭৯ অংশগ্রহণকারীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৫৮২জন। এই ইউনিটে মোট সিটের সংখ্যা ১০৫০টি। বিজ্ঞান ইউনিট থেকে ১২০ নম্বরের মধ্যে ১১১.২৫ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন নটরডেম কলেজের শিক্ষার্থী প্রতীক রসুল। এ বছর এই ইউনিটে পাসকৃত পরীক্ষার্থীর সংখ্যা ৯৭২৩ জন। মোট পাসের হার ৮.৮৯ শতাংশ। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ১,৬৩, ৯৬৩ জন। বিজ্ঞান ইউনিটে মোট আসন ১৮৫১টি। তার মধ্যে মানবিক শাখা থেকে উত্তীর্ণদের জন্য ৫১টি, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের জন্য ১৭৭৫টি, ব্যবসায় শিক্ষা শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রাখা হয়েছে। চারুকলা ইউনিট থেকে প্রথম স্থান অধিকার করেছেন মুন্সী আবদূর রউফ কলেজের শিক্ষার্থী বাধন তালুকদার। এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা ৪ হাজার ৫১০ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৩০ জন। মোট পাসের হার ১১.৭৫ শতাংশ। এই ইউনিটে মোট সিটের সংখ্যা ১৫০টি। ভর্তি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদা ইশরাদ নাসির, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, ভর্তি পরীক্ষা ফলাফল প্রকাশ কমিটির প্রধান মোস্তাফিজুর রহমান প্রমুখ।