ঢাবির ‘ক’ ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

441

২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ও চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  বুধবার দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী এই বছর ‘ক’ ইউনিটটি উত্তীর্ণ শিক্ষার্থীর হার ২৩ দশমিক ৩৭ শতাংশ এবং ‘চ’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীর হার ২ দশমিক ৭৫ শতাংশ। আর এই বছর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৮২ হাজার ৪৫৩ ভর্তিচ্ছু এবং ‘চ’ ইউনিটে ১১ হাজার ৭২। ফলাফল শিক্ষার্থীরা মোবাইল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানতে পারবেন। ‘ক’ ইউনিটে যারা পরীক্ষা দিয়েছেন, তারা মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস Kh স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠিয়ে ফলাফল জানতে পারবেন। আর ‘চ’ ইউনিট থেকে যারা পরীক্ষা দিয়েছেন DU স্পেস cha স্পেস ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে ফলাফল জানা যাবে।