ডেঙ্গু প্রতিরোধে রহনপুর পৌরসভার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

86

গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর ডেঙ্গু প্রতিরোধে সাত দিনব্যাপি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ সকালে রহনপুর পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই অভিযান শুরু করা হয়। অভিযানের প্রথম দিনে পরিস্কার পরিচ্ছন্নতারসহ ফগার মেশিন দিয়ে মশার লাভা নিধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক শোভাযাত্রাটি রহনপুর পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে অংশ নেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন, পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হকসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও পরিছন্নতা কর্মীরা। রহনপুর পৌর সভার মেয়র মতিউর রহমান খাঁন বলেন ডেঙ্গু প্রতিরোধে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে এই কার্যক্রম। ৭০ জন পরিছন্ন কর্মী এই অভিযানে কাজ করছেন। পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান, হাটবাজার, মোড়সহ পাড়া মহল্লায় ধারাবাহিকভাবে এ অভিযান অব্যাহত থাকবে।