ডি ব্রুইন এমবাপেকে চিনতেন না!

147

১৬ মাস আগেও তিনি চিনতেন না কাইলিয়ান এমবাপেকে। অথচ মঙ্গলবার রাতে তার বিপক্ষেই সবচেয়ে কঠিন পরীক্ষা দিতে হবে কেভিন ডি ব্রুইনের বেলজিয়ামকে। বিশ্বকাপে আলো ছড়ানো এমবাপেকে নিয়ে এখন খুব আলোচনা হলেও ডি ব্রুইন তার নামই জানতেন না!
২০১৬-১৭ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ও মোনাকো। তখন মোনাকোর হয়ে খেলা তরুণ এমবাপের ঝলকে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল ডি ব্রুইনের ম্যানসিটি। ওই সময় ১৮ বছর বয়সী এমবাপে দুই লেগে করেছিলেন ২ গোল, যাতে অ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছিল লিগ ওয়ানের ক্লাব মোনাকো।
এমবাপের পারফরম্যান্স দেখে ভীষণ অবাক হয়েছিলেন ডি ব্রুইন, কারণ ফরাসি ফরোয়ার্ড সম্পর্কে তার কোনও ধারণাই ছিল না। বিশ্বকাপের সেমিফাইনালে যখন বিস্ময় জাগানো ওই তরুণের সামনে মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছেন, তখন বেলজিয়াম মিডফিল্ডারের মনে সেদিনের স্মৃতি উঁকি মারছে। ২০১৬-১৭ মৌসুমের স্মৃতি রোমন্থন করে বলেছেন, ‘সে ফ্রান্সের তারকা হয়ে উঠেছে, তবে ওর বিপক্ষে প্রথমবার যখন ম্যানসিটির হয়ে খেলেছিলাম, তখন এমবাপের মাত্র ১০ ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল।’
এরপর উন্মোচন করলেন, ‘ওই সময় খুব বেশি ফুটবল খেলার অভিজ্ঞতা ছিলো না ওর। আর একটা সত্য প্রকাশ করছি আজ- ওকে আমি চিনতামই না। এখন এমবাপে দুর্দান্ত ফ্রান্স দলে ও চ্যাম্পিয়নস লিগে খেলছে।’
বিশ্বকাপ সেমিফাইনালে প্রতিপক্ষের সবচেয়ে ভয়ঙ্কর খেলোয়াড়কে প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন ডি ব্রুইন, ‘এখন সে অন্যরকম খেলোয়াড়। সামনের ১৫ বছরে ও হবে তারকা খেলোয়াড়। দারুণ একটা বছর কাটিয়েছে সে, ওর পক্ষে আরও উন্নতি করা সম্ভব। তাই এমবাপে আমাদের জন্য বিপজ্জনক, তবে আমরা চেষ্টা করব যাতে ওর খেলা আটকানো যায়।’ ডেইলি মেইল