টেস্ট দলে ফিরলেন সাকিব-সৌম্য।

279

তামিম ইকবাল যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে থাকবেন না, আগেই জানা গিয়েছিল। অপেক্ষাটা ছিল সাকিব আল হাসানের। আঙুলের চোট থেকে সেরে ওঠার পর তিনি ব্যাটিংই শুরু করেছেন দুদিন হলো। অবশেষে আজ ক্যারিবীয়দের বিপক্ষে সাকিবকে অধিনায়ক করেই চট্টগ্রাম টেস্টের দল দিয়েছে বিসিবি। এই টেস্ট দিয়ে তিন মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বাঁহাতি অলরাউন্ডার। সাকিবের সঙ্গে টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকারও। জিম্বাবুয়ের বিপক্ষে যে দলটা মিরপুর টেস্ট খেলেছে, অনেকটা সেটিই রেখেছেন নির্বাচকেরা। বাদ পড়েছেন শুধু ওপেনার লিটন দাস। সাকিব-সৌম্যর সঙ্গে নতুন করে অন্তর্ভুক্ত হয়েছে নাঈম হাসান। তরুণ এই অফ স্পিনার সর্বশেষ জাতীয় লিগে ২৮ উইকেট নিয়ে হয়েছেন সর্বোচ্চ উইকেটশিকারি। নাঈমের সুযোগ পাওয়াটা অবশ্য চমকে যাওয়ার মতো কিছু নয়। গত জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলার সময়ই তাঁকে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দলে ডাকা হয়েছিল। বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে চট্টগ্রামে গিয়েছেন সৌম্য। দুপুরে বিমানবন্দরে নেমেই পেলেন টেস্ট দলে জায়গা পাওয়ার সংবাদ। সবশেষ তিনি টেস্ট খেলেছেন গত বছর সেপ্টেম্বরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নতুন করে পাওয়া সুযোগটা তিনি কাজে লাগাতে উন্মুখ, যেভাবে সুযোগ কাজে লাগিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজ, ‘বিশ্বকাপের আগে যেখানেই সুযোগ পাই চেষ্টা করব সেটি কাজে লাগাতে। আমার লক্ষ্য বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া। যে সংস্করণেই খেলার সুযোগ পাব, চেষ্টা করব ভালো করতে।’ ১৩ জনের এই দলে দুজন অফ স্পিনার ও দুজন বাঁহাতি স্পিনারের সঙ্গে দুজন পেসার দেখেই বোঝা যাচ্ছে, ২২ নভেম্বর শুরু চট্টগ্রাম টেস্টের উইকেট কেমন হতে যাচ্ছে।