টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে কমিউনিটি রেডিও সংলাপ অনুষ্ঠিত।

500

 

চাঁপাইনবাবগঞ্জে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে কমিউনিটি রেডিও সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকিব হোসেন মিলনায়তনে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ মানসম্মত শিক্ষা নিশ্চিত করণ বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। রেডিও মহানন্দার সহকারী ষ্টেশন ম্যানেজার মুহাম্মদ আব্দুল বারীর সঞ্চালনায় ও ষ্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌসের সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাসিম উদ্দীন, নবাবগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল আজম, গুলগোফুর বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ইংরেজী প্রভাষক খন্দকার আব্দুল ওয়াহেদ, উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির শিক্ষা বিভাগের নেজামপুর প্রতিনিধি সুপারভাইজার পঙ্কজ কুমার পাল। সংলাপে শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত আলোচকদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করণ বিষয়ে প্রশ্ন করেন। এসময় আলোচকরা তাদের প্রশ্নের উত্তর দেন। ফ্রি প্রেস আনলিমিটেড ও বিএনএআরসির সহায়তায় এই রেডিও সংলাপের আয়োজন করে রেডিও মহানন্দা ৯৮.৮এফএম।