টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আয়ারল্যান্ড

84

প্রথম টি-টোয়েন্টিতে জয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নামছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ এবং প্রথম টি-টোয়েন্টিতে যেভাবে খেলেছে সাকিব আল হাসানের দল, তাতে দ্বিতীয় ম্যাচে আইরিশদের উড়িয়েই দেয়ার কথা টাইগারদের। পারবে কী? সে প্রশ্নের জবাব মিলবে মাঠে। আর কিছুক্ষণ পর শুরু হবে সিরিজ জয়ের লড়াই। তার আগে টস জিতেছেন আয়ারল্যান্ড দলের অধিনায়ক পল স্টার্লিং। টস জিতেই তিনি নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে।

এই ম্যাচেই বাংলাদেশের সিরিজ জয়ের স্বপ্ন ভেস্তে দিতে পারে বৃষ্টি। কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে। যদি কালবৈশাখী ঝড় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ওপর দিয়ে বয়ে যায়, তাহলে ম্যাচও ভেস্তে যেতে পারে।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডেয়ার, লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডেয়ার, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, বেন হোয়াইট।