জেলা শহরের নিউমার্কেটের মুদিবাজারে চিনি নেই

122

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিউ মার্কেট মুদি দোকানগুলোয় চিনি পাওয়া যাচ্ছে না। দোকানদাররা বলছেন, মোকামে দাম বেশি চাওয়ায় চিনি রাখিনি। ক্রেতারা বলছেন দাম বাড়াতে চিনি বেচা বন্ধ রাখা হয়েছে। খুচরা প্রতি কেজি ১১০ টাকা বিক্রি হওয়ার কথাও শোনা গেছে। আজ বিকেলে মুদিবাজারে গিয়ে দোকানিদের সঙ্গে কথা বলে নিচি না থাকার কথা জানা গেছে।
দোকানদার আব্দুর রহমান বাবু, সেলস ম্যান ইমন, শামীম ট্রেডাসের শামীম শেখসহ আরো অনেক দোকানদারের সঙ্গে কথা হয়। তারা সবাই বলেছেন মোকামে পাইকারি ১০৬ টাকা প্রতি কেজি দাম চাইছে। এতো দামে চিনি কিনে চড়া দামে বিক্রি করতে গিয়ে প্রশাসনের কাছে জবাবদিহি করতে হবে। জরিমানাও গুনতে হতে পারে। তাই আজ খোলা চিনি তুলিনি। প্যাকেট চিনিও শেষ হয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানী বলেন-মোকামে খোলা চিনি প্রতি ৫০ কেজির বস্তা ৫ হাজার ৩শ টাকা চায়ছে। অথচ মেমো দিবে না। তাই চিনি কিনিনি।
অন্যদিকে খোলা সয়াবিন তেলের দাম আরো বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিলিটার পাম ৬ থেকে ৮ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৭৫ টাকা লিটার। এছাড়া পাম তেল বিক্রি হচ্ছে ১৩২ টাকা লিটার।