চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি ৮ জন

114

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত প্রায় এক মাস থেকে ১ জন ২ জন করে রোগীর সংখ্যা বাড়তে বাড়তে ৮ জনে দাঁড়িয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের পুরাতন ভবনের মেডিসিন ওয়ার্ডের একটি কক্ষে ৮ জন রোগী ভর্তি রয়েছেন। এই তথ্য নিশ্চিত করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ জানিয়েছেন, ডেঙ্গু রোগীদের জন্য প্রথমে ৫টি পরে ১০টি শয্যা প্রস্তুত করা রাখা হয়েছে। আক্রান্ত রোগীরা সবাই ঢাকা ফেরত। তারা বিভিন্ন কাজে ঢাকা গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাড়ি এসে জ্বর নিয়ে হাসপাতালে আসছেন। তবে এখন পর্যন্ত অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
আজ সরেজমিনে দেখা গেছে, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের পুরাতন ভবনের মেডিসিন ওয়ার্ডের একটি কক্ষে আক্রান্ত রোগীদের মশারির মধ্যে রাখা হয়েছে।
ডা. মাসুদ পারভেজ বলেনÑ এখন যেহেতু বৃষ্টি নেই তাই এডিস মশার উপদ্রবও থাকার কথা নয়। তবে বাড়ির আশপাশে ময়লা আবর্জনা বা পানি জমে থাকলে এডিস মশার সম্ভাবনা থাকে। তাই প্রত্যেককেই তার আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।