জেলা প্রশাসনের গণশুনানি : ভাতার ব্যবস্থাসহ স্কুল ড্রেস নগদ অর্থ প্রদান

190

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের নিয়মিত আয়োজন গণশুনানি অব্যাহত রয়েছে। সপ্তাহের কর্মসূচি অনুযায়ী প্রতি বুধবার হতদরিদ্র্র মানুষের কথা শুনেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক এবং তাদের মধ্যে যে যে ধরনের সুবিধা পাওয়ার যোগ্য তাকে সেই সুবিধা প্রদান করেন। বুধবারও তার ব্যতিক্রম হয়নি।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শুনানিতে সেরিনা বেগম, তাহেরা ও নিয়ামত আলীকে বিধবা ও প্রতিবন্ধী ভাতা দেয়ার ব্যবস্থা, তাজরিন, শিউলি, নিয়ামত ও শ্রাবনীকে স্কুল ড্রেস প্রদান, মালেকা ও নওশাদ আলীকে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে আর্থিক অনুদান, অসুস্থ সানুয়ারাকে নগদ অর্থ ও মো. জাহাঙ্গীরকে খ-কালীন চাকরির সুযোগ করে দেয়াসহ কয়েকজনকে চিকিৎসকের পরামর্শ (প্রেসক্রিপশন) অনুযায়ী ওষুধ কিনে দেয়া এবং কয়েকজনকে সিভিল সার্জনের নিকট যোগাযোগ করতে বলা হয়।