গ্রন্থাগার দিবস উদযাপন

185

‘পড়ব বই গড়ব দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে বুধবার চাঁপাইনবাবগঞ্জ জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসন চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে গণগ্রন্থাগারে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, বাংলাদেশ গ্রন্থাগার সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ড. ইমদাদুল হক মিলনসহ অনান্যরা।
দিবসের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক জানান, জেলার কোনো শিক্ষার্থী পড়াশোনা সংক্রান্ত যে কোনো সমস্যায় তার সঙ্গে যোগাযোগ করলে যথাসম্ভব সহযোগিতা করবেন।
সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্নকারী ১৬ জনকে সনদপত্র প্রদান করা হয়।