জেলায় শেষ হয়েছে ২দিনের শিশু নাট্য প্রতিযোগিতা

542

চাঁপাইনবাবগঞ্জে ২দিনের শিশু নাট্য প্রতিযোগিতা শেষ হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সোমবার শুরু হয়ে গত কাল মঙ্গলবার এই প্রতিযোগিতা শেষ হয়। বাংলাদেশ শিশু একাডেমি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার এই প্রতিযোগিতার আয়োজন করে। মঙ্গলবার সকালে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলমের সভাপতিত্বে শিশু নাট্য প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ একেএম মনজুর রেজা, অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া। এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহিত কুমার দাঁ, মোহাম্মদ শাহআলম প্রমুখ।
এবারের নাট্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছে সরকারি শিশু পরিবারের মোসা. সালমা, শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছে এম এম হক আইডিয়াল স্কুলের সিনথিয়া, শ্রেষ্ঠ পরিচালক চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সাল, শ্রেষ্ঠ নাট্যকার এম এম হক স্কুলের সহকারী শিক্ষক নুর ইসলাম এবং শ্রেষ্ঠ নাট্য দল নির্বাচিত হয়েছে এম এম হক আইডিয়াল স্কুল। শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।