জেলায় র‌্যাব ও বিজিবির অভিযানে ককটেল, গান পাউডার, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

358

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়ানের গড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে করে ১৩ টি ককটেল ও ৫’শ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়েছে। র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতরাত সোয়া ১টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল গড়াইপাড়া এলাকায় অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। এসময় একটি বাঁশঝাড়ের ভিতরে থেকে ককটেল ও গানপাউডারগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেল ও বিস্ফোরক আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। উল্লেখ্য ঐ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত শুক্রবার রাত্রীবেলায় দুইটি গ্রুপের বোমাবাজিতে আইয়ুব আলী নামে একজনের মৃত্যু হয়।

এদিকে, শিবগঞ্জ উপজেলার আজমতপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে ৫৯ বিজিবির সদস্যরা। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছ, গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নায়েক মাহবুব আলমের নেতৃত্বে একটি টহল দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা পোটলা ফেলে পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া পোটলা থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি এবং ১ বোতল কালটার বিষ উদ্ধার করে। আটককৃত অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ শিবগঞ্জ থানায় এবং কালটার বিষ শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।