জেলায় র‌্যালী ও আলোচনার মধ্য দিয়ে বিশ্ব মা দিবস উদযাপন

203
Exif_JPEG_420

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত। আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ ওরাঁও এর সভাপতিত্বে মা দিবসের আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সাহিদা আখতার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এ্যাডঃ ইয়াসমিন সুলতানা রুমা, পৌরসভার নারী প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, সমতা নারী উন্নয়ন সংস্থার সভাপতি আকসানা আক্তারসহ সদর উপজেলার বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

একইসাথে শিবগঞ্জে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা রওনকের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা। সভায় উপজেলার বিভিন্ন এলাকার নারীরা উপস্থিত ছিলেন।

এদিকে, শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা-প্রতিপাদ্যে গোমস্তাপুরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে পরে উপজেলা সভাকক্ষে আলোচনাসভায় মিলিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা তথ্য আপা তাকদিরা খাতুন, ছাত্রী হালিমা খাতুন, আইজিএ প্রকল্পের ট্রেনার শামসুন্নাহার টুম্পাসহ অন্যরা। আলোচনা শেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা গান পরিবেশন করেন।

অন্যদিকে, একই শ্লোগানে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিশ্ব মা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মচারী আনজুয়ারা খাতুনসহ অন্যরা।