জেলায় রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

399

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে চিত্রাংকন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ-সব প্রতিযোগিতা হয়। এ-সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অধ্যাপক সিরাজুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলমসহ অন্যানরা। চিত্রাংকন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে শিশু থেকে ৩য় শ্রেণি পর্যন্ত (ইচ্ছে মত), ‘খ’ বিভাগে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি (বর্ষাকাল) ও ‘গ’ বিভাগে ৭ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত (তোমার দৃষ্টিতে রবীন্দ্রনাথ/নজরুল) অংশ নেয়। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে ১ম থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত কাজী নজরুল ইসলামের লেখা লিচু চোর, ‘খ’ বিভাগে ৫ম থেকে ৭ম শ্রেণি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘জুতা আবিস্কার’ ও ‘গ’ বিভাগে ৮ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘দুই বিঘা জমি’ কবিতা আবৃত্তি করা হয়। রবীন্দ্র ও নজরুল সংগীত প্রতিযোগিতায় অংশ নেন শতাধিক শিক্ষার্থী।