চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার ২ কোটি টাকার বকেয়া বিল পরিশোধ

326

চাঁপাইনবাবগঞ্জ পৌর সভার ২ কোটি টাকার বকেয়া বিল পরিশোধ করা হয়েছে। আজ পৌর ভবনে মেয়র নজরুল ইসলামের অফিস কক্ষে বকেয়া বিদ্যুৎ বিল ২ কোটি ৪২ লক্ষ ৭৬ হাজার ১০০ টাকা পরিশোধ করা হয়। নির্বাহী প্রকৌশলী, বিদ্যুৎ বিতরণ বিভাগ-১ মোয়াজ্জেম হোসেন ও বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ আয়নাল হকের কাছে পৌর মেয়র নজরুল ইসলাম বিলের চেক তুলে দেন। এ-সময় উপস্থিত ছিলেন পৌর সভার নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, প্যানেল মেয়র সাইদুর রহমান, নুরুল ইসলাম মিনহাজ, মুসলেমা বেগম মুসি, ওয়ার্ড কাউন্সিলর ইউনুস আলি, আব্দুল বারেক, জিয়াউর রহমান আরমানসহ অন্যরা। এব্যাপারে পৌর মেয়র নজরুল ইসলাম দৈনিক গৌড় বাংলাকে জানান, বর্তমানে পৌর সভায় ইউজিপ প্রকল্পের আওতায় ফিজ-১ ও ফিজ-২ এর অর্থে রাস্তা নির্মাণ, ড্রেণ নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে। এ কাজ অব্যাহত রাখতে হলে আমাদের ইউজিপ প্রকল্পর ফিজ-৩ এর অর্থ বরাদ্ধের দরকার। মেয়র আরো জানান, এ প্রকল্পে অর্থ পেতে হলে কিছু শর্ত আছে। যেমন পৌর সভার বকেয়া বিল পরিশোধ করা, নাগরিক সেবা নিশ্চিৎ করা ইত্যাদি। সে লক্ষ পূরণের জন্যই আজ আমরা বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ করলাম। ফিজ-৩ এর অর্থ বরাদ্ধের বড় একটি শর্ত পূরণ হওয়াতে আমরা সকলে চাপমুক্ত থেকে নাগরিকদের সেবা প্রদানে কাজ করে যাব।