জেলায় ভূমি সেবা সপ্তাহ পালিত

324

প্রতিবারের ন্যায় এবারো জেলায় শুরু হয়েছে ভুমি সেবা সপ্তাহ। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক ও স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ড. চিত্রলেখা নাজনীন। আজ থেকে শুরু হয়েছে ভুমি সেবা সপ্তাহ। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে দেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ কে এম তাজকির-উজ-জামান। ভূমি সেবা সপ্তাহের গুরুত্ব তুলে ধরে স্কাউটদের উদ্দেশ্যে তিনি বলেন, স্কাউটিং যারা করছে সেটা কাব স্কাউট হোক, রোভার স্কাউট বা গার্লস স্কাউট হোক তাহলে সবাই ছাত্র। ছাত্র অবস্থায় ভুমির মালিক হবার সুযোগ খুবই কম থাকে। যেহেতু সে উপার্জনে নামেনি বা করছে না। তখন তার মধ্যে ভূমি সম্পর্কে কোন তথ্য জানার অধিকার কম থাকে। আমাদের মাঝে অনেকে আছে উচ্চশিক্ষিত না। কিন্তু আমি যদি ইনফরমেশন জানি, যেমন অনেক মানুষ আছে ভুমি অফিসে গিয়ে কার কাছে যাবে এটা জানেনা। তিনি কি এসিল্যান্ডের কাছে যাবেন, না তার সহকারির কাছে, নাকি পিওনের কাছে, নাকি জেলা অফিসে যাবেন তা জানে না। কিন্তু যারা ছাত্র তারা অনেক কিছুই জানেই যদিও ছাত্র তারা। তারপরেও আমি মনে করি সামাজিক দায়বদ্ধতা থেকে আপনারা এই ভূমি বিষয়ক জায়গাটাকে সহজীকরণ করুন। আমি অনুরোধ করব, এখানে যারা ছাত্র আছেন তারা আগে পরিবারকে তথ্যটা জানাবে বা যার ভূমি কেনার মত সামর্থ্য আছে তাদেরকে জানাবে, বা যারা শিক্ষক আছে তাদেরকে জানাবে। তাহলে আজকের এই ভুমি সেবা সপ্তাহটা সফল হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক সকলের উদ্দেশ্যে ভুমি সংক্রান্ত তথ্য জানার আহবান জানান। সেই সাথে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে বলেন, আমি জানি যে, যারা তোমরা এখানে এসেছ যারা স্কাউটের। আমার প্রিয় স্কাউটারা তোমরা অবশ্যই সবার চেয়ে সব দিকে স্মার্ট এটা আমি মনে করি। তাই তোমাদের পক্ষে সব কাজ সম্ভব হবে। আমার দৃঢ় বিশ্বাস, তোমরা যারা এখানে আজ এসেছ, তারা ভূমি সংক্রান্ত তথ্য জানব অপরকেও জানাব চর্চা করব পরীক্ষা করব। এই জিনিসটা যখন তোমরা তোমাদের মধ্যে নিতে পারবে আস্তে আস্তে তোমরা আরো স্মার্ট হয়ে যাবে। তোমরা অবশ্যই লিডার। আমাদের মনে রাখতে হবে আমরা লিডার আমরা দেশের জন্য কাজ করতে চাই সমাজকে পরিবর্তন করতে চাই। দেশকে পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা অন্যকে পরামর্শ দিতে পারব। ভুমি সংক্রান্ত তথ্য জানতে কোথায় যাবেন কত টাকা লাগবে এগুলো খুব গুরুত্বপূর্ন। এ বিষয়গুলো যদি নিজে জানি এবং মানুষকে জানাতে চেষ্টা করি তাহলে সফল হবে এইজন্য আমরা এখানে আয়োজন করেছি যেন তোমরা এই বিষয়গুলোর ওপর জানতে পার। তোমরা ভাল করে জানো এই শুভক্ষণে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। এসময় তরুণদের উদ্যেশ্যে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন বলেন, আমরা ভুমি সপ্তাহ সম্পর্কে জানবো এবং এই জানাটা আমদের জন্য অত্যান্ত জরুরি। প্রত্যেকেই যারা আমরা এই পৃথিবীর বুকে বসবাস করছি তার নামে জায়গা থাকুক বা না থাকুক। সবার জন্যই এই জটিল একটি অবস্থান এবং আমাদের প্রতিটি জায়গায় বিভিন্ন যে জায়গাগুলো আছে সেখানে আমাদের জানা বা যাওয়ার সুযোগ অনেক ক্ষেত্রেই থাকে না। কোনো বিষয় যে বইটি তোমরা পাবে সে বয়ে কিন্তু বিস্তারিত অনেক তথ্য উপাত্ত আছে। স্কাউটের অনেক ছাত্র-ছাত্রী এখানে আছে তারা এই বইটা কতটুকু নিতে পারছে সেটা আমরা ভুমি সেবা সপ্তাহ শেষে ছোট্ট একটি মুল্যায়ন হবে। যাতে বইটা নিয়ে বাড়িতে রেখে দেওয়া না এটার মধ্যে তোমরা ডুববে এবং দেখা যাবে যে আসলে তোমরা স্কাউটিং যারা আমরা করি তারা কতটুকু আন্তরিকতার সাথে দায়িত্ব নিয়ে করি। আশা করছি এই ভূমি সেবা সপ্তাহে তাদের কে যে আজকে এই নতুন করে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে এটি এ চ্যালেঞ্জ তারা কিভাবে মোকাবেলা করে এবং তোমাদের আজকের যে দায়িত্ব সেটি তোমরা পালন করে আমাদেরকে এই ভুমি সেবা সপ্তাহ শেষে একটি ভালো রেজাল্ট দিবে। এছাড়াও অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ উঁরাও, সহকারী কমিশনার আসাদুজ্জামান ও নয়ন কুমার রাজবংশীসহ বিভিন্ন উপজেলার স্কুলের স্কাউটএর সদস্য। জেলায় শ্রেষ্ট সহকারী কমিশনার হিসেবে সম্মাননা পান শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার বরমান হোসেন। অনুষ্ঠানে ২০ জন স্কাউটদের সদস্যকে হাতে ১ টি করে ভূমি সংক্রান্ত বই তুলে দেন জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। পরে ভূমি সংক্রান্ত বিষয় এর উপর একটি নাটিকা পরিবেশন করা হয়। এছাড়াও যারা নিয়মিত করদাতা, তাদের মধ্য থেকে ৫ জনকে পুরষ্কার দেওয়া হয় ।

এদিকে, গোমস্তাপুরে উপজেল ভূমি অফিসের উদ্যেগে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার উদ্বোধন করা হয়েছে। আজ এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত¡র থেকে বের হয়ে রহনপুর শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান। বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, মুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি ও কানুনগো হাবিবুর রহমানসহ অন্যরা।

অন্যদিকে, নাচোলে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন হয়েছে। আজ উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে সপ্তাহ ব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বেলা ১১টায় একটি বর্ণাঢ্য র‌্যালী নাচোল রেল স্টেশন এলাকার ভূমি অফিস থেকে বের হয়ে নাচোল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালীতে অংশগ্রহণ করেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের শরীরিক চর্চা শিক্ষক আব্দুল হকসহ স্থানীয়রা। পরে বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এজেডএম নুরুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) মাসরুবা ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল উপজেলা ভূমি কমিশনার তাসলিমা আক্তার, নাচোল সরকারী কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, নাচোল থানার অফিসার ইন চার্জ চৌধুরী জোবায়ের আহম্মদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা শেষে জেলা প্রশাসক নাচোল উপজেলার ২০জন খাস জমি বন্দোবস্ত গ্রহীতাদের কবিলিয়ত প্রদান ও ১৫ গুচ্ছগ্রাম আবাসন প্রকল্পের ঘর প্রাপ্তদের চাবি হস্তান্তর করেন। এছাড়া রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।