চাতারা এরভিনে জিম্বাবুয়ের জয়

129

জয়ে বল হাতে তেন্দাই চাতারা, আর ব্যাট হাতে  ক্রেইগ আরভিন অবদান রেখেছেন। চার ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে অনায়াস জয় পেয়েছে জিম্বাবুয়ে। হারারেতে আজ আরব আমিরাতের করা ১১০ রান ২৩.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলেছে শেভরনরা। টস হেরে আরব আমিরাত প্রথমে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে মাত্র ১১০ রানে অলআউট হয়ে যায়। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৬ রান করেন মোহাম্মদ বোতা। এরপর ১১ রানের বেশি করতে পারেনি কেউ। বল হাতে জিম্বাবুয়ের তেন্দাই চাতারা ১০ ওভারে ২ মেডেনসহ ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নেন কাইল জারভিস, তিরিপানো ও মাভুতা। ১১১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২১ রানের বেশি তুলতে পারেনি স্বাগতিকরা। এই রানে ফিরে যান সলোমান মিরে (১১)। দ্বিতীয় উইকেটে ৮০ রান তোলেন রেগিস চাকাবা ও ক্রেইগ আরভিন। ১০১ রানের মাথায় চাকাবা ৩৮ রান করে ফেরেন সাজঘরে। ১০৭ রানের মাথায় ফেরেন আরভিনও। কিন্তু যাওয়ার আগে ৪৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৫১ রান করে যান। এরপর শন উইলিয়ামস ও টিমিসেন মারুমা মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।