জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার সার বীজ ও অর্থ বিতরণ

282

চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার ৩ হাজার ৫শ’ ২৫জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আউশ প্রণোদনার সার, বীজ ও অর্থ বিতরণ করা হয়। আজ সকালে এসব উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ। খরিপ-১, ২০১৮-২০১৯ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতি কৃষককে উচ্চ ফলনশীল ও নেরিকা জাতের ৫ কেজি ধান বীজ, ২০কেজি করে ইউরিয়া ও ১০ কেজি করে এমওপি এবং ডিএপি সার প্রদান করা হয়। এ ছাড়া উচ্চ ফলনশীল জাতের আউশ ধান চাষে সেচ সহায়তার জন্য ৩ হাজার ২শ’ ৪০জন কৃষককে ৫শ করে টাকা এবং নেরিকা জাতের আগাছা দমনের জন্য ২শ’ ৮৫ জনকে আরও ৫শ টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে বলে জানানো হয়। এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদ এক অনুষ্ঠানের আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য আব্দুল ওদুদ। অন্যানের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেরা চেয়ারম্যান মোখলেশুর রহমান, ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা শাসমস-ই-তাবরিজ, সদর উপজেলা কৃষি অফিসার ড. জাহাঙ্গীর ফিরোজসহ অন্যান্যরা।