গোমস্তাপুরে প্রনোদনার কৃষি উপকরন বিতরণ

256

গোমস্তাপুরে উফশী ও নেরিকা আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান। বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান শাজাহান আনসারী মামলত ও মামুনুর রশীদ ও সাংবাদিক আতিকুল ইসলাম আজমসহ অন্যান্যরা। খরিপ-১ এর আওতায় উপজেলার মোট ১ হাজার ১শ ৭৫ জন কৃষককে এ প্রনোদনার আওতায় আনা হয়েছে। এছাড়া উফশী আউশ ধান চাষের জন্য প্রত্যেক কৃষককে বিঘা প্রতি ৫ কেজি বীজ, ৩০ কেজি সার, সরিষা চাষের জন্য বিঘা প্রতি ১ কেজি বীজ, ১ মন সার ও সেচ খরচ বাবদ ৫শ টাকা এবং নেরিকা আউশ ধান চাষের জন্য কৃষকরা বিঘা প্রতি ৫ কেজি বীজ, ১ মন সার, সেচ ও আগাছা দমনের জন্য ৫০০ টাকা করে ১ হাজার টাকা পাবে।