জেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

266

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ারা খাতুন ও নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শংকর কুমার কুন্ডু। স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ। জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। এদিকে, ভোলাহাটেও আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলেক্ষ বর্ণাঢ্য রালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বণার্ঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, ভোলাহাট ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জ, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারসহ অন্যান্যরা।