চাঁপাইনবাবগঞ্জে ৩ লাখ বাংলাদেশী টাকা ও ৭০ লক্ষাধিক ভারতীয় জাল রুপিসহ গ্রেপ্তার ১

425

৩ লাখ বাংলাদেশী টাকাসহ ৭০ লক্ষাধিক ভারতীয় জালরুপি উদ্ধার করেছে র‌্যাব-৫। গতকাল বিকাল থেকে রাত অবধি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মহল্লায় জাল টাকার কারখানায় চালানো অভিযানে জাল টাকা প্রস্তুতকারী রুবেল নামের একজনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল পৌর এলাকার টিকরামপুর মধ্যপাড়ায় একটি বিশাল জালনোট তৈরীর কারখানায় অভিযান চালায়। অভিয়ানে ৭০ লাখ ১৫ হাজার ভারতীয় জাল রুপি, বাংলাদেশী ৩ লাখা টাকা, ভারতীয় রুপি ৮ হাজার ১শ দুবাইয়ের ১৫টি দিরহাম কাতারের নোট ১টি, ১টি মালয়েশিয়ার নোট, রিয়াল ও রিঙ্গিত, জালনোট তৈরীর ৩০ রীম বিশেষ ধরনের কাগজ, ২ টি ল্যাপটপ, ১ টি মনিটর, ৬ টি প্রিন্টার, মাল্টি ফাংশন ফটোকপিয়ার/প্রিন্টার/স্ক্যানার ১ টি, স্ক্যানার ও অন্যান্য সরঞ্জামসহ চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ জালনোট ব্যবসায়ী, প্রস্তুতকারী ও কারখানা পরিচালনাকারী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই জোড়বাগানের আকবর আলীর ছেলে রুবেল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল টিকরামপুর মধ্যপাড়ায় নুরুল ইসলাম জামাল নামের এক ব্যক্তির বাসা ভাড়া নিয়ে জালনোট তৈরী করে আসছিল। গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে ঢাকা মেট্টোপলিটন এর পল্টন থানার মামলায় মামলা চলমান রয়েছে বলে তিনি জানান।