জেলার বাজার স্থিতিশীল, দেখা মেলে নি খাসির মাংসের

175
Exif_JPEG_420

আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও চলতি কঠোর বিধিনিষেধের ৯ম দিন। সকালে জেলার নিউমার্কেট বাজারে গিয়ে দেখা গেছে, সবজি ও মুদি বাজারে পণ্যের দাম স্থিতিশীল। মুরগি বাজারে গিয়ে দেখা গেছে, ব্রয়লার ও প্যারিস মুরগির কেজিতে ১০ টাকা বেড়েছে ও অন্যান্য মুরগীর দাম স্থিতিশীল আছে। মাছ বিক্রেতারা বলছেন, বাইরের জেলা থেকে মাছের আমদানি কম। চাষ করা মাছের দাম স্বাভাবিক থাকলেও নদীর মাছের দাম কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা বাড়তি। মাংসের বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকা থেকে ৫৮০ টাকা কেজি দরে। তবে খাসির মাংসের দেখা মিলে নি বাজারে।
এদিকে, আসন্ন কোরবানী ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের পশুহাট গুলো খুলতে শুরু করেছে। আজ চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহি বটতলা হাটে পশু বেচাকেনা হয়েছে। হাটকে কেন্দ্র করে বাজারে ছিল প্রশাসনের বাড়তি তৎপরতা। বাজারে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদেরও জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উৎসাহিত করতে দেখা গেছে। তারপরেও অনেককে দেখা গেছে স্বাস্থ্যবিধি না মেনেই হাটে চলাফেরা করতে।