জিম্বাবুয়ে দলের বিকল্প খেলোয়াড় ‘ব্যাটিং কোচ’

172

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। দিবারাত্রির ওয়ানডে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর ১টায়। সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩১ ওভারে ৩ উইকেটে ১৮২ রান। এর আগে রোববার (১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

দুই দলেই একাদশের ব্যাপক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। টাইগার একাদশে ৫, অন্যদিকে জিম্বাবুয়ে ৭ জন ক্রিকেটারের পরিবর্তন দেখা গেছে। এছাড়াও মজার একটি বিষয় লক্ষ্য করা গেছে সফরকারীর দলের তালিকায়।

দলের তালিকায় নেই ক্রেইগ আরভিন, শন উইলিয়ামসের মতো নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যান। এদের না থাকার কারণও জানিয়েছে জিম্বাবুয়ে। অসুস্থতার কারণে রাখা হয়নি আরভিনকে এবং এখনও জিম্বাবুয়ে থেকে বাংলাদেশেই পৌঁছাননি উইলিয়ামস। আজই সিলেটে দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে তার।

এ দুই ব্যাটসম্যান না থাকায় স্কোয়াডের ১৬তম সদস্য হিসেবে স্টুয়ার্ট মাতসিকেনেরিকে নিয়েছে জিম্বাবুয়ে, পাশে লিখে দিয়েছে বিকল্প খেলোয়াড় হিসেবে নেয়া হয়েছে তাকে। অথচ আরভিন-উইলিয়ামস না থাকলেও জিম্বাবুয়ের স্কোয়াডে বিকল্প রয়েছেন আরও দুইজন।

স্পিনার আইন্সলে দলুভু এবং পেসার চার্লটন শুমা। তবু কেনো আবার ১৬তম সদস্য হিসেবে ব্যাটিং কোচ মাতসিকেনেরিকে নেয়া? ম্যাচ শুরু হয়ে যাওয়ার জিম্বাবুয়ের টিম ম্যানেজম্যান্টের কাছ থেকে আনুষ্ঠানিক কোনও মন্তব্য পাওয়া যায়নি এ বিষয়ে।

তবে ধারণা করা হচ্ছে, কোনও খেলোয়াড় বিশেষ করে ব্যাটসম্যান চোট পেলে যেন কনকাশন সাবের ক্ষেত্রে ঝামেলায় পড়তে না হয় সে কারণেই মূলত নেয়া হয়েছে মাতসিকেনেরিকে। কেননা একাদশের বাইরে থাকা দলুভু এবং শুমা- দু’জনই মূলত বোলার। ফলে কোনও ব্যাটসম্যান মাথায় আঘাত পেলে তার বদলে নামানোর জন্য কোনও ব্যাটসম্যানই পাবে না জিম্বাবুয়ে। তাই অনেকটা বাধ্য হয়েই ১৬তম সদস্য হিসেবে নেয়া হয়েছে মাতসিকেনেরিকে।

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ

চামু চিভাভা, টিনেশে কামুনহুকামাওয়ে, ব্র্যান্ডন টেইলর, সিকান্দার রাজা, রেগিস চাকাভা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্দা মুতোম্বোজি, ডোনাল্ড ট্রিপানো, ওয়েসলি মাদহেভেরে, ক্রিস এমপোফু ও কার্ল মাম্বা।