জাতীয় পুষ্টি সপ্তাহ : ভোলাহাটে ৭৫ জনকে পুষ্টি খাদ্য বিতরণ

144

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ৭৫ জনের মধ্যে পুষ্টি খাদ্য বিতরণ করা হয়েছে। ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুষ্টি খাদ্য বিতরণ করা হয়।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার দুটি জায়গায় দুস্থ ও অপুষ্ট মানুষের মাঝে পুষ্টি খাদ্য বিতরণ করা হয়। এর মধ্যে উপজেলার মুসলিমপুর আশ্রয়ণ প্রকল্পের ২০ জনের প্রত্যেককে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, আধা কেজি ছোলা, আধা কেজি ডাল, আধা লিটার তেল ও ১ কেজি পেঁয়াজ দেয়া হয়। অপরদিকে নামোমুশরীভূজা হিলফ-উল-ফজল শিশু সনদ আবাসিক এতিমখানায় ৫৫ জন হাফেজকে চাল, তেল, ডাল, লবণসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকালে উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদী ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী খাইরুল ইসলাম, আল হেলালসহ অন্যরা উপস্থিত ছিলেন।