চৌডালা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

215

গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ২ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৩শ ১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এ বাজেট পেশ করেন ইউপি সচিব মুনসুর রহমান। চৌডালা ইউপি চেয়ারম্যান শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বাইরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজের হোসেন, চককির্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম, দাইপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতিকুল ইসলাম জুয়েল। বক্তব্য দেন, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান আকরব, রহনপুর ইউপি প্যানেল চেয়ারম্যান বাইরুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা দাখিল মাদ্রাসার সুপার একরামুল হক, প্রভাষক ইব্রাহিম খলিল, ইউপি সদস্য নুরে আলম সিদ্দিক, মনিরুল ইসলাম। বাজেটে মোট আয় ধরা হয়েছে ২ কোটি ৬৭লাখ ১৬হাজার ৩শ ১ টাকা, ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৫ লাখ ৪৭ হাজার ৩শ ১ টাকা, উদ্বৃত্ত ১ লাখ ৬৯ হাজার। বাজেট পেশ শেষে উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউপি চেয়ারম্যান শাহ আলম।