চীনের ভিসা মুক্ত ভ্রমণের সুযোগ যে ৬ দেশের জন্য

98

ছয় দেশের নাগরিকদের পরীক্ষামূলকভাবে এক বছরের জন্য ভিসা-মুক্ত ভ্রমণের সুযোগ দিচ্ছে চীন। আজ শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত এই ছয় দেশের সাধারণ পাসপোর্টধারীরা ভিসা ছাড়া চীনে ব্যবসায়িক কাজে কিংবা বেড়ানোর জন্য ভ্রমণ করতে পারবেন। সর্বোচ্চ ১৫ দিন তারা ভিসা ছাড়া চীনে অবস্থান করতে পারবেন। দেশগুলো হচ্ছে, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়া।

চীনে উচ্চ-মানের উন্নয়ন সাধন এবং উন্মুক্ততার পথে নতুন এই ভিসা নীতি সহায়ক হবে। দেশটিতে বন্ধ সীমান্ত খুলে দেওয়ার পথে এ এক নতুন ভিসা-মুক্ত নীতি। চীন আন্তর্জাতিকভাবে এই দেশগুলোর সঙ্গে আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ায় আগ্রহ তৈরি করতে চায়। তারই পরিপ্রেক্ষিতে দেশটি ভ্রমণ প্রক্রিয়া সহজ করছে। এ ছাড়া বিদেশি পর্যটকদের আকৃষ্ট এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যবসায়িক কাজে চীনে মানুষের ভ্রমণ সহজ করার চেষ্টা হিসাবেও দেশটির এ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।