“চাঁভালি রক্ত ফাউন্ডেশন” এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

118

অনলাইনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “চাঁভালি রক্ত ফাউন্ডেশন” এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সদর উপজেলার কালিনগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কালিনগর দাখিল মাদ্রাসার সুপার আব্দুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ তোরিকুল আলম নয়ন সিদ্দিকী, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হাবিবুর রহমান, ঘোড়াপাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেনসহ অন্যরা। রক্তের বন্ধনে চাঁভালি সবখানে এই স্লোগানে ২০২০ সালের আজকের দিনে অনলাইন এই গ্রুপটি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য মো. রুবেল আলী। রুবেল আলী জানান, ‘‘মানবতার টানে, ভয় নেই রক্তদানে, মুমুর্ষ রোগীর প্রাণে, এগিয়ে আসুন রক্ত দানে’’ এই প্রতিপাদ্যে গ্রুপটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হল। গ্রুপটি প্রতিষ্ঠার প্রথম বছরেই ৬’শ ব্যাগ রক্ত দিয়েছেন গ্রুপের সদস্যরা। যার মাধ্যমে অনেক দরিদ্র ও মুমুর্ষ রোগীর উপকারের এগিয়ে এসেছে এই গ্রুপ। এ জন্য গ্রুপের সকলকে ধন্যবাদ জানান তিনি।