চাঁপাইনবাবগঞ্জে যক্ষা রোগ প্রতিরোধে নাটাবের মতবিনিময় সভা

229

যক্ষা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে- সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের শিশু শিক্ষা নিকেতন হলরুমে বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি-চাঁপাইনবাবগঞ্জ শাখা এই সভার আয়োজন করে। সভায় নাটাবের সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা মনিম উদ দৌলা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ও প্রধান আলোচক ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা: তৌহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ও স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতির সদস্য আনিসুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন, নাটাবের রাজশাহী অঞ্চলের মাঠ কর্মকর্তা রুহুল আমীন, ব্র্যাকের প্রোগ্রাম অর্গানাইজার আবুল কালাম আজাদ, বীরমুক্তিযোদ্ধাসহ এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা যক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।