চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

136

পবিত্র রমজান মাসে নিম্নআয়ের মানুষের যেন কষ্ট না হয় সেজন্য ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে এরই মধ্যে পৌর মেয়র আলহাজ্ব মোখলেসুর রহমান টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় আজ সকালে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয় (টাউন হাইস্কুল) মাঠের বিক্রয় কেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করেন, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর মাসিদুল হক নিখিল। এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর মাসিদুল হক নিখিল জানান, প্রথম পর্যায়ে আজ ৬২৫ টি পরিবারকে ২ কেজি তেল, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি চিনি সম্বলিত পণ্যর প্যাকেট সুশৃঙ্খল ভাবে বিতরণ করা হয়। এসব পণ্যর মূল্য ছিলো ৪৬০ টাকা। উল্লেখ্য, জেলার ৪৫টি ইউনিয়ন ও ৪টি পৌরসভায় প্রথম ধাপে কার্ডধারী ১ লাখ ৩০ হাজার ৩২০ জন নিম্নআয়ের মানুষ এসব পণ্য কেনার সুযোগ পাবে। তার মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৩১ হাজার ৮৫৭ জন ও চাঁপইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৯ হাজার ৭০৪ জন। আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রথম ধাপের বিক্রয় কার্যক্রম চলবে। ২১০টি স্থানে ৩১ জন ডিলারের মাধ্যমে প্রতি কেজি ৬৫ টাকা হিসাবে ২ কেজি ডাল, প্রতি কেজি ৫৫ টাকা হিসাবে ২ কেজি চিনি ও প্রতি লিটার ১১০ টাকা হিসাবে ২ লিটার সয়াবিন তেল বিক্রয় করা হচ্ছে।