চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের জন্মদিনে সর্বস্তরের মানুষের শুভেচ্ছা

232

আজ ১৯ ডিসেম্বর। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম পিপিএম-বিপিএম এর জন্মদিন। গত ২ বছরের অধীক সময় ধরে তিনি চাঁপাইনবাবগঞ্জে নিষ্ঠা ও সততার সাথে নিজ দায়িত্ব পালন করে চলেছেন। এরই মাঝে তাঁর কাজের জন্য আলোচনা ও সমালোচনাও হয়েছেন। প্রকাশ্যে ডাকাত পিসে মেরে ফেলুন এ মন্তব্য করে দেশ জুড়ে আলোচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে হাইকোর্টে গিয়ে ক্ষমা চেয়ে রক্ষা পান। এ ছাড়াও তিনি আলোচিত হন ঐতিহ্যবাহী মহারাজপুর মেলা বন্ধ করার কারণে। চাঁপাইনবাবগঞ্জে যোগদানের পরেই এ যাবৎকালের সব চেয়ে বড় অস্ত্রের চালান আটক করা হয় তার নের্তৃত্বে। বটতলাহাটে চলা সে অভিযানের কারণে তিনি পদকে ভূষিত হন। তিনি দায়িত্ব নেবার পর রাত ৮ টার পর শিক্ষার্থীদের বাইরে বের হওয়া বন্ধ করেছেন। যা অভিভাবক মহলে ব্যাপক প্রশংসিত হন। দায়িত্ব নেবার পর এ পুলিশ অফিসার পুলিশের সব কাজ রুটিন মাফিক করার চেষ্টা করছেন। ভাল কাজের জন্য পুলিশ সদস্যদের পুরস্কারও দিচ্ছেন এসপি মোজাহিদুল। এ ছাড়াও মাদক, অস্ত্র, জঙ্গি দমনে ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছেন তিনি। এসপি মোজাহিদ চাঁপাইনবাবগঞ্জকে সিসি ক্যামেরার আওতায় এনে সকলের প্রিয় পাত্র হয়ে উঠেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের বার্ষিক পুলিশ সপ্তাহ/২০১৭ অনুষ্ঠানে তার হাতে বিপিএম পদক তুলে দেন। টি এম মোজাহিদুল ইসলাম ১৯৭৫ সালে গাজীপুর জেলার জয়দেবপুরে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০০১ সালে ২০-তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশের সহকারি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। চাকুরীকালীন সকল ক্ষেত্রেই তিনি অত্যন্ত দক্ষতা, সততা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেন। এ-ছাড়াও তিনি ২০০৬-০৭ সালে আইভরিকোষ্ট এবং ২০১০-১১ সালে পূর্বতিমূরে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনেও সুনাম অর্জন করেছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার মানুষ ও পুলিশ সদস্যেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। আগামীতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সব ধরণের অপকর্ম রোধে আরও গতিশীল হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।