আন্তরিক ও পেশাদারিত্বের মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে

193

রাষ্ট্রপতি  আবদুল হামিদ সদস্য দেশের স্বার্থ সমুন্নত রাখতে সর্বোচ্চ নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে বিজিবি সদস্যেদের প্রতি আহবান জানিয়েছেন। আগামীকাল ২০ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০১৮ আজ এক বাণীতে এ আহবান জানান। বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০১৮ উপলক্ষে রাষ্ট্রপতি এ বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী’ বর্ডার গার্ড বাংলাদেশ দু’শ ২৩ বছরের একটি ঐতিহ্যবাহী আধা-সামরিক বাহিনী। মহান মুক্তিযুদ্ধে এ বাহিনীর অবিস্মরণীয় অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফসহ এ বাহিনীর ৮১৭ জন অকুতোভয় সদস্য আত্মোৎসর্গ করে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাষ্ট্রপতি হামিদ বলেন, মুক্তিযুদ্ধে গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ এ বাহিনীকে ২০০৮ সালে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। মুক্তিযুদ্ধসহ দেশমাতৃকার প্রয়োজনে বিভিন্ন সময়ে বিজিবির যে সব সদস্য আত্মত্যাগ করেছেন তিনি তাঁদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি তাঁদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।