চাঁপাইনবাবগঞ্জ টানা ৯ দিন ছুটি শেষে কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর

141

টানা ৯ দিন ছুটি শেষে রোববার (১৮’আগষ্ট) সকাল থেকে পূণরায় কর্মচঞ্চল হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর। গত ৯’আগষ্ট শুক্রবার থেকে গত ১৭’আগষ্ট শনিবার পর্যন্ত পবিত্র ঈদুল আযহা, ১৫’আগষ্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি, শুক্রবার সাপ্তাহিক ও ঐচ্ছিক ছুটি মিলিয়ে ৯ দিন বন্ধ ছিল বন্দরের আমদানী-রপ্তানী কার্যক্রম। রবিবার (১৮’আগষ্ট) দুপুরে বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মেসবাহুল ইসলাম ছুটি শেষে যথারীতি বন্দর চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। অবশ্য ওই ৯দিন বন্দরে আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকলেও কিছু লোড-আনলোড ও পণ্য পরিবহণ চালু ছিল। এছাড়া ঈদের দিনসহ প্রতিদিনই সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোস্ট পথে ভারত ভ্রমণকারীদের যাতায়াত স্বাভাবিক ছিল।