চাঁপাইনবাবগঞ্জ জেলায় মৃত্যু বেড়ে ১২৮

44

চাঁপাইনবাবগঞ্জে করোনার দুই ঢেউয়ে গত ১৪ জুলাই পর্যন্ত ১২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রথম ঢেউয়ে মারা যান ১৪ জন এবং দ্বিতীয় ঢেউয়ে গত প্রায় চার মাসে মারা গেলেন ১১৪ জন।
সিভিল সার্জন অফিসের তথ্যমতে, শুরু থেকে গত ১৪ জুলাই পর্যন্ত জেলার ৫ উপজেলার তিনটি ক্যাটাগরিতে ২৭ হাজার ৮১৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৫৩ জনের, জিন এক্সপার্ট পরীক্ষা হয়েছে ১৫১ জনের এবং র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা হয়েছে ১৩ হাজার ৫১৫ জনের।
সংগৃহীত ২৭ হাজার ৮১৯ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৫৮২ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৫৫৮ জন। এর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাসালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৬৭ জন। ফলাফল পাওয়া যায়নি ৪৪৪টি নমুনার। গত ১৪ জুলাই পর্যন্ত সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ হাজার ৮৯৭ জন। নেগেটিভ ব্যক্তির সংখ্যা ২২ হাজার ৭৯৩ জন।